পৌরভোটের প্রচার শুরু , জনসংযোগে বিজেপি নেতৃত্ব

20th January 2020 বাঁকুড়া
পৌরভোটের প্রচার শুরু , জনসংযোগে বিজেপি নেতৃত্ব


বাঁকুড়া পৌরসভার নির্বাচনী খসড়া প্রকাশ হওয়ার পরে রাজনৈতিকভাবে ঘর গোছাতে ব্যস্ত বাঁকুড়া সাংসদ সুভাষ সরকার সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়া কুড়ি নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্প কে হাতিয়ার করে প্রচার শুরু করে দিয়েছেন অন্যদিকে এন আর সি ও সি এ এ নিয়ে মানুষের মনে রাজ্যের শাসক দল যে ধারণা তৈরি করেছে তারই বিরোধিতা করে লিফলেট বিলি করছেন লোকসভার নিরিখে বাঁকুড়ার 24 টি পৌরসভার মধ্যে দেশটিতে এগিয়ে ছিলেন রাজ্যের মূল বিরোধী দল বিজেপি সেই কারণেই তারা পৌরসভার হাতছাড়া করতে নারাজ তড়িঘড়ি পথে নেমে পড়ল বাঁকুড়া জেলার সংসদ সুভাষ সরকার ।

                      ছবি - দেবব্রত মন্ডল





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।